কল্পনায় জীবনানন্দ
- সন্দীপ মন্ডল ১৭-০৫-২০২৪

এখন অনেক রাত,
চারিদিক নিস্তব্ধ ।
কোনো এক মেয়ে হাতে হারিকেন নিয়ে চলেছে..
বোধহয় একটা কিছুর সন্ধানে ।
ঝিঁ ঝিঁ পোকারা ডাকছে,
দুর...! হতে একটা হালকা কিসের আওয়াজ ভেসে আসছে..
নিরালয় এক প্রান্তর !
অমাবস্যার চাঁদ মাথার উপর..
দুর হতে একটা বাঁশির শব্দ..
কল্পনার জগৎ ...!
হিজল গাছটির নিচে বসে অন্ধকারে জীবনানন্দ .
তবে সেই মেয়েটি কে ??
হয়তো তাঁর "বনলতা" !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

snigdha
২০-০২-২০১৮ ১৮:০২ মিঃ

সে কি বন আর লতা